বসন্তের বইছে হাওয়া
হৃদয় টলমল
দুলছো তুমি, দুলছি আমি
পৃথিবী চঞ্চল ।
উড়ছে রিকশা উড়ছে যাত্রী
পুড়ছে আমার দেহ
সবুজ আগুন উঠলো জ্বলে
দু’চোখ ভরা মোহ ।
হাসপাতালে রুদ্র রায়ের
গান বাজে, নেই শব
আকাশ নদী কল্লোলিত
সবুজের উৎসব ।
ভালোবাসার বৃষ্টি নামে
পঙ্কিলতার স্রোতে
এই শহরে হাজার হৃদয়
বন্দি তোমার হাতে ।
এক মুহূর্তে হারিয়ে গেলে
বিষাদ হাহাকার
তোমার দু’চোখ আমার চোখে
এক হলো না আর ।