বলবো আমি, শুনবে তুমি ।
ভীষন দামী, বিষয় ভূমি ।
বিদেশিদের আক্রমণে ,
ভয় ধরেছে জনগনে ।
উপনিবেশ তপোবন ।
গুনছে প্রমাদ বৃন্দাবন ।
এসো মিলি একসাথে ।
এখনও সময়, আছে হাতে ।
কাজ হবে না অহিংসাতে ।
এগিয়ে চলো ত্রিশূল হাতে ।
আসুক মরন রক্তপাতে ,
হবো না পিছু পা ।
আজ সবার পরীক্ষা ।
রাত পোহালেই সব শেষ ।
পরাধীন হবে দেশ ।
কেন তবে দেরি আর ।
সময় এসেছে, অস্ত্র ধরিবার ।
আমরা ভারতবাসী, একটাই পরিবার ।