বন্ধু শব্দ শুনতে ভালো
বলতে ভালো, ভাবতে ভালো।
আসলে বন্ধু , বিশাল আকর
লুকিয়ে রাখে নানা জটিল
ভাবগভীরের আগল।
এ আধারে লুকিয়ে থাকে
রকমারী অনুভবের ভোল।
সময় বোঝায় , কোন কোনেতে
লুকিয়ে ফেরে
মন সঙ্গত বোল।
সবার সুর একই রঙ্গে
গাঁথা দোলনার ফুল।
কোথায় পাবো তেমন মধুর
এক্কা দোক্কা খেলা আর
সবুজ মাঠের স্কুল।
বয়স বাড়ে, বন্ধু বাড়ে
নানা কথার কোলে।
যাচাই বাছাই, ফন্দি ফিকির
আবছা ঘন আঁধার আলো
হিসেবনিকেশ চলে।
বন্ধুত্বের বেড়াজালে
অনুভূতির মিল।
নীল যমুনার নীরব জলে
হয়ত বা কোন রঙিন ফুলে
সম্পর্কের খিল।