১.
তোমার ভিতর আছে,একলক্ষ মেহগনী গাছ
আমি তার আঁচ পেয়ে,তোমার দখল নিতে চাই
আর তাই,তোমাকে সংরক্ষিত ভূমি বলে ঘোষণা করেছি
পরিবেশ রক্ষার নামে,
তোমাকে জানাই সে’কথা,এই বন্ধ খামে।
২
আমি কি শুনেছি জান?
এইখানে আর কোন পাখিরা আসবে না, এমন দূষণ পরিবেশে,
অবশেষে আমাদেরও যেতে হবে চলে দূর দেশে,
কিংবা নক্ষত্রপুঞ্জের দিকে,
পাখিদের মতো ডানা ঝেড়ে,দূরে উড়ে উড়ে।