চেনা রাস্তা ধরে যাচ্ছি।
চারপাশের সবকিছু আমার চেনা-
বাড়িঘর মানুষজন
এমনকি উপরের আকাশও।
কিন্তু, এমন মনে হচ্ছে কেন-
আশেপাশে কেউ কোথাও নেই
চারিদিকে এত নিস্তব্ধতা?
বাতাসও বওয়া বন্ধ করে দিয়েছে,
মনে হচ্ছে এ জায়গা পৃথিবীতে হতে পারে না
পৃথিবীর বাইরে কোথাও,
যেন জীবনে প্রথম আসছি।
এখন যে ভরদুপুর কে বলবে?
গভীর রাত যেন!
হ্যাঁ আমি যাচ্ছি,
আমায় নিয়ে যাওয়া হচ্ছে-
যেখানে যাবার কথা।
বন্ধ চোখের দৃষ্টি বোধহয় এমনই
চেনাও হয়ে যায় অচেনা!