ফেসবুকে ফেস দেখ,সেলফি এ হাতে,
ফেসবুক ভরে আছে কত কী লেখাতে।
নোটবুকে নেই নোট, সবি সাদা পাতা,
লেখালিখি ভুলে গেছে,দেখিনে যে খাতা।
যার যা লেখ না খুশি বাধা কিছু নাই,
ফেসবুকে ফেস দেখো খুশি মনে তাই ।
নোটবুকে আজ কেউ লেখে না যে ভাই,
মুঠোফোনে কী যে মজা মুঠো ভরে পাই!
ফেসবুকে মুখ গুঁজে ঠেসে মধু পান,
নানা রসে ভরপুর যাহা কিছু চান।
ফেসবুক দুনিয়ায় বই পাবে কোথা,
হাতের মুঠোয় ধরা চোখে মুখে কথা।
কার ঘরে কে কি খায় দেখ তারি ছবি,
রসনায় জল এলে, জিভ চেটো কবি।
টাচ্ ফোনে টাচ্ করে মজা লুটে নাও,
বাহারি সে রান্না দেখে ঘরেতে বানাও।
মোবাইলে ঠেসে ঠেসে ভরা আছে মধু,
রসে ভরা ফেসবুক বেঁচে থাক শুধু।
কে যে এলো কে যে গেল, দেখিনে যে চেয়ে
মজে আছি মুঠোফোনে, হাতে মজা পেয়ে।
ফেসবুক সত্য জেনো, বাকি সবি মায়া,
কে বা কার,কে আমার, পুত্র কন্যা-জায়া।