খামের ভিতর টাকা আছে দেখে নিয়ো
মনের ভিতর ফাঁকা আছে ফুল ফুটিয়ো
পায়ের ভিতর চাকা আছে চলতে দিয়ো
একলা পথের পথিক আমায় সঙ্গে নিয়ো।
পথের ভিতরে পথ যে হয় কোথায় শেষ
মনের ভিতরে মন যে থাকে নিরুদ্দেশ,
স্বপ্নের ভিতরে কুসুমিত ফুলের সৌরভ ঝরে
পায়ে পায়ে দলিত যাতনা যায় কি মরে?
সমাজে সংসারে রয়েছে কতনা যাতনা
মানুষের মনে জাগে নাকি সেই চেতনা?
বুকের ভিতরে বেদনারা ধরে দেয় টান
আমি তো মানসী লেখনীতে টানি অমানুষের কান।