বড়ো জলদি ফিরে যাবার তাড়া ছিলো কি !
তবে এলে কেনো অপেক্ষার প্রহর গুনে ।
এলে যখন বহু তপস্যা,সাধনার মার্গ দর্শন পথে,
এভাবে তাড়াহুড়ো করে চলে যাবার অদৃশ্যতা ।
তবে তো আটকে না রাখতে পারার ব্যর্থতা আমার,কোন কি ত্রুটি ছিলো আপ্যায়নে!
তবু আমি যেমন ,তেমনই আছি,থাকবো,ছিলামও।
অনুভবে দেখি কাছে না পাবার তোমার আকুলতা, শিরায় শিরায় হোয়াংহো প্লাবন ।
স্বপ্নসন্ধানী চোখ অনেক প্রতীক্ষায়,ফিরে যদি বা পেল, তবে কেনো আবার চুপ, নীরবতায় বাঁচো।
অভিমান ভরা দরজা বন্ধের শব্দ,বড়ো নিঠুর বাজে।