অসুখের সময় যে ঘাটাঘাটি মোবাইলে
আলাপের বিধি আসলো
প্রেমের সাগরে ভেসে পাড়ি দিলেম সুদূরে
প্রেমের তরী টি ভাসলো।
মেসেঞ্জারে লিখন দু-দিক থেকেই চলে
অনুরাগে লেখা লিপিকা।
লেখার ভাষার জোরে মনে কথা পাই খুঁজে
কলমে জ্বালাও দীপিকা।
হোয়াটস এ্যাপেতেই ছবি দেওয়া নেওয়া
পছন্দ করি দু – জনা।
কবিতায় ভাসি সুখে লিখে চলি সারা রাতে
আহামরি নহে সে- জনা।
অনুরাগের মাতনে পাল্লাটা ভারী ছিল
সপাটে বন্ধ করলে।
বুঝলাম খোয়া গেল টানাটানি পথে হেঁটে
ছদ্ম রাগেতে ভরলে।
পাকা দেখা পাকা কথা সবেতে হা রবে ভরে
কাগজের বিয়ে ঘটালে।
তাড়াতাড়ি হুড়োহুড়ি প্রেমে পড়ে চাঁদে চড়ি
ভুল ভাঙে নাম হটালে।
খুঁজে খুঁজে ফিরি সবে ধোঁকা দিয়ে গেলে কোথা
বাঁধনে বাঁধাকে সরিয়ে।
তোমা বিনে চোখে দেখি অন্ধকারের ফুল
ফিরে এসে দাও ভরিয়ে।