প্রকৃতি হাসে সবুজ রঙের রং-বাহারে
ফুলগুলো সব নীরবে ডাকে আয় ছুটেরে
দুলে দুলে দীপ্ত কুসুম গর্বে হাসে
কীট পতঙ্গ প্রজাপতি দেখতে আসে,
হঠাৎ দেখি আমলকী বন লাগিয়ে নাচন
ফাগুন আগুনে জাগিয়ে তোলে বসন্তমন।
শীতের শেষে নাচে ফাগুন লালচে আভায়
লাগিয়ে নাচন হৃদয় দোলায় নতুন আশায়
রঙ ধরিয়ে শিমূল পলাশ কৃষ্ণচূড়ায়
দখিনা বাতাস ফুলের গায় চামড় দোলায়
কোকিল আবার কুহু-রবে সুরটা চড়ায়
বসন্ত যে এসে গেছে বার্তা রটায়।