রাজধানীর রাজপথ, সকাল দশ
ব্যস্তসমস্ত লোক মহা কোলাহল।
নীরব ছিল দুটি তরতাজা প্রাণ
হেঁটে যাচ্ছিলো সাথে হাতে হাত ধরে।
হঠাৎ কি হয়ে গেলো কে জানে?
মহা শোরগোল পড়ে গেল ক্রমে।
বিকট আওয়াজে কেঁপে উঠলো রাজপথ
ধোঁয়া, চারিদিকে কালো কালো ধোঁয়া।
তারই ভেতরে শুধু চিৎকার আর আর্তনাদ
বাঁচবার তরে সে কি আকুতি।
কিন্তু কে বাঁচাবে কারে?
সবাই যে মৃত্যুরই কোলে ঢলে পড়ে।
বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজপথ
যে রাজপথে ছিল প্রেমিক যুগল।
চারিদিকে ছিন্নভিন্ন দেহের স্তুপ
তারমধ্যেই ভেসে ওঠে প্রেমের জয়গান।
ছিন্নভিন্ন দেহ যায় না কিছুই চেনা
তার মধ্যেও দেখা মেলে দুটি হাত ধরা।
বিস্ফোরণে মরেছে সবাই, মরেনি কেবল প্রেম
তাইতো হাতে হাত ধরে মরেছে ওরা দুজন।।