মুছে ফেলো কালো হৃদে জ্বালো আলো
খুশি রবে তবে মন,
ভেদ ভাব শত দূরে যাবে যত
রব তাতে খুশি রন।
প্রেমে মন ভরে হাতে হাত ধরে
এক সাথে যদি চলো,
এক হয়ে সবে রবে এই ভবে
কত সুখ তাতে বলো।
পাশে যদি থাকো প্রীতি মনে রাখো
প্রেম নাশে সব ভয়,
ধরা মাঝে তাই প্রেম ধনে ভাই
করে সব বাঁধা জয়।
লোভ মোহ নিয়ে কালি ভরা হিয়ে
লোকে তারে হেয় করে,
দুখী জনে যেবা করে সদা সেবা
সবে মান দেয় ভরে।
জ্বালো বাতি মনে প্রেম প্রীতি সনে
বিলি করো জনে জনে,
নাম ধ্যানে মজে থাকো প্রভু ভজে
সুখ ছোঁয়া প্রতি ক্ষণে।