প্রশ্নটা বাকি ই রয়ে গেল,
হয়তো আর কোনদিন করা হবে না।
অজানাই থেকে যাবে উত্তরটা।
বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো
বারবার আমায় বিরক্ত করে,
ওরা জানতে চায়;
আমি উত্তরটা পেলাম কি না!
কি করে যে বোঝাই ওদের
প্রশ্নটাই তো এখনও করা হয় নি!
জমা পড়ে গেছে গাদায়।
উত্তরটা যে আর কখনও জানা হবে না!
একটা দীর্ঘশ্বাস —
তারপর আবার নিত্যদিনের মতো চলতে থাকে জীবন
কখনও কখনও হাসি, মজা,হৈ হুল্লোড়ে
মাতিয়ে রাখি নিজেকে,
আজকাল একা থাকতেও ভয় হয়
পাছে ওরা আবার জানতে চায়,
“কি রে উত্তরটা পেলি ?”
তখন কি বলবো ওদের!