বর্ণ দিয়ে হয় পরিচয়
অ আ কখ লেখার মাঝে,
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
তুমি আছো সকাল সাঁঝে।
মায়ের হাতটি ধরেই লেখা
হাতে খড়ি বর্ণ দিয়ে,
যুক্তাক্ষরে হোঁচট খাওয়া
দাঁত কপাটি সঙ্গে নিয়ে।
আর্ত মানুষ দীন দরিদ্র
সেবার জন্য করো কষ্ট,
হে! শিক্ষাবিদ সমাজসেবী,
লক্ষ্য থেকে হও না ভ্রষ্ট।
বাল্যকালে বিধবা হায়,
চলল লড়াই তাদের তরে,
বিধবার যে আবার বিয়ে
করলে তুমি আইন ধরে।
জন্মদিনে তোমায় স্মরি
তোমার সৃষ্টির মাঝে আজি,
প্রণাম লহ শত কোটি
তোমার পথটি মানতে রাজি।