নারী __ তুমি তো প্রকৃতি নও
যদি প্রকৃতি হও
কেন তবে কাজলে এঁকেছো
চোখ
ঠোঁটে কেন এত রঙ
গালের পরতে পরতে মেকি
আভা
লাস্যময়ী চোখে কিসের
ভাষা?
নারী দেখেছো কি কোনদিন
পাহাড় চূড়ায় যখন বরফ জমে
সূর্যের আলোয় রূপালী তলোয়ার হয়ে
গ্লেসিয়ার হয়ে ঠিকরে পড়ে
চোখে
যখন আপন মনে গান
গাইতে গাইতে
নদী ছুটে চলে নগরে প্রান্তরে
নারী তুমি দেখেছ কি
আকাশের তারাদের স্নান
সাগরের বুকে সারারাত ধরে
দেখেছ কি রাতের অন্ধকারে
চুপি চুপি চাঁদ আসে
হিজলের বনে
দূরে বহুদূরে সাড় দিয়ে
গাছেরা নীরবে আঁকে সীমান্ত
মাঝরাতে নিজস্ব আলোয়
পথিকের হাত ধরো
কোন নারী পারবে কি
অন্ধকারে জোনাকী হতে ?
নারী তুমি প্রকৃতি নও
তুমি নারী শক্তির অধিকারী ।