পদি পিসির চোপার চোটে
কাক বসেনা চালে,
দুপুর রোদে তেঁতুল শুকায়
শুকনো লংকা ঝালে।
আচার বানায় তেঁতুল লংকার
বিক্রি করবে হাটে,
চোরের দলে পিছু নিল
ফেরার পথে বাটে।
পদি পিসির চোপার শব্দে
পুলিশ হাজির হবে,
চম্পট লাগায় চোরের দলে
ওরে বাবা, রবে।
জীবন যুদ্ধে ব্যস্ত পিসি
বাঁধে শক্ত খোঁপা,
রোজগার করে সাধ্যমত
আছে অস্ত্র চোপা।
পাড়া জুড়ে নামে কাটে
ছেলে ঘুমায় আগে,
পড়ার সময় ডাকলে পরে
পিসির নামে জাগে।