দুপুর বেলা ঢেঁকি ধারে
চলছে কত কথা,
মায়ে ঝিয়ে পান চিবিয়ে
জানায় তাদের ব্যথা।
ঢেঁকি ধরে ধান যে ভানে
সময় কাটায় নন্দে,
কথায় কথায় কাজ গুছানো
পায়ের তালে ছন্দে।
বাজে ঢেঁকি খটাস খটাস
দুপুর বেলা জুড়ে,
পানের রসে অধর রাঙ্গা
পিক ফেলে সব দূরে।
ঢেঁকি ছাটা চালের কদর
গ্রামে গেলে পাবে,
আলু সিদ্ধ গরমভাতে
মজা করে খাবে।
কলের মেশিন পাড়ায় পাড়ায়
আধুনিকের চোটে,
ঢেঁকি এখন বিলুপ্ত প্রায়
একটা দুটো মোটে।