খুবই পরিচিত ছিল তাদের মুখ,
কত ভাব-ভালোবাসাই না ছিল!
কিন্তু হঠাৎ মুখগুলো বদলে গেল এক নিমেষে।
তাদের পরিচিত মুখের উপর—–
অচেনা মুখের ছাপ ফুটে উঠলো।
যেনো পাথর ভেঙে পড়ল আমার মাথার উপর;
পরিচিত মুখগুলো এভাবে বিকৃত হয়ে গেল!
কত কষ্ট পেলাম,
কিন্তু বাস্তবটা মানতে হবে——
পরিচিত মুখগুলো যখন- তখন অচেনা হয়ে যেতে পারে!
তাদের মুখোশ উন্মুক্ত হয়ে নগ্নতা-বর্বরতা ধরা পড়ে।
দুঃখের সঙ্গে মিশ্রিত ঘৃণা আমাকে ভেতর থেকে কামড় দেয়——
সেই পরিচিত মুখের আড়ালে থাকা অচেনা মুখের ছবি।