মিথ্যে প্রতিশ্রুতি কতো দেখি গলাবাজি বুজরুকি –
প্রতিটি দিনের মৃত্যু মিছিলে ওরা পরিযায়ী পাখি।
পালা বদলায় ভাগ্য তো হায় পথে ও প্রবাসে টানে-
কেউ পিষে দেয়, কেউ কেটে দেয়,ভাগ্যের দোষ মানে।
গরীবের নেই জীবনের দাম ওরা কতো অসহায়-
ভুখা পেট তবু কাজ করে যায় কেউ ঠকা-বকা খায়।
সস্তার শ্রম,সস্তা গতর পথে ও প্রবাসে ধায়-
মৃত্যু ওদের পুরানো সঙ্গী পরিযায়ী মারা যায়।
দ্রুতগতি বাস, কখনো বা ট্রাক, কখনো বা মালগাড়ি,
জীবনের বোঝা হালকা করেছে পিষে ফেলে তাড়াতাড়ি!
কাঁদবে কে আর মৃত্যু মিছিলে দাম নেই কানাকড়ি-
আহত নিহত দিন হলো গত, কবরও পেলনা মাটি!
বিক্ষোভ চলে এখানে ওখানে হা হুতাশ করে কেউ-
কুম্ভীরাশ্রু কতো কেউ ফেলে আড়চোখে চায় ফেউ।
ভিন রাজ্যের মানুষ যে ওরা আমার তো দায় নেই-
খাক বা না খাক পথে মরে যাক কোনো হেলদোল নেই।
সীমানার কাছে ছেড়ে দিয়ে যায় ভোকাটা ঘুড়ির মতো,
দায় ঝেড়ে ফেলে হাত ধুয়ে ফেলে পাকা শয়তান যতো।
উলুখাগড়ারা এভাবেই মরে কে নেবে ওদের দায়-
টাকা পায় তাই কাজ করে দেয় আমার কী আসে যায়।
মৃত্যু মিছিল এখানে ওখানে পরিযায়ী পাখি কিনা-
আমি ও আমরা ভালো থাকি তাই ওদের কথাই শুনিনা।
কাটা হাত-পা, পোড়া রুটি পথে ধস্ত দেহের সাথে-
সমাধি হয়েছে পথেই ওদের জীবনের সংঘাতে!
কার ভরসায় পথে নামে ওরা দুটো রুটি রুজি টানে-
জীবনের দামে রক্ত ও ঘামে পরিযায়ী নাম কেনে!!