চোখের পাতা তোমার অনুরাগে
রাত পেরিয়ে রোদের ক্ষুর দাগে ।
পথিক ছায়া পেতেছো প্রেমপথে !
তোমার ঘুমে বিরহ রাত জাগে ?
দিনের হাতে দ্বাদশ সূর্য বাণ
মেঘের মুঠোয় বৃষ্টি অভিধান ।
তোমার ওমে গলবে গায়ের জোর
তোমার টানে বর্ষা জারি’র গান ।
ঝরিয়ে এসো বাস্তু মনের মেদ
তণ্বী তীরে বন্য জীবন বেদ
গড়বো তোমায় নতুন করে রোজ
অসীমে থাক শুরুর পরিচ্ছেদ ।