আকাশে যে নক্ষত্রটা সবচেয়ে জ্বলজ্বল করে,
ওটা ধ্রুবতারা।
বছরের পর বছর এক জায়গায় স্থির থেকে
শিখিয়ে দেয় নিজের লক্ষ্যে স্থির ও অবিচল
থাকার মন্ত্র।
আকাশে আরও যে সব নক্ষত্ররা ঝিলিক দেয়,
প্রতিদিন দেখি আজ এইটা ঝিলিক দেয় তো
কাল অন্যটা।
ওদের প্রতিদিন দিক পরিবর্তন করতে দেখি,
প্রতিদিনের নতুন নতুন নক্ষত্রদের
চাকচিক্যের মোহে পড়ে আমরা আসল
ধ্রুবতারাকেই অবহেলা করে ফেলি।
সেই পথপ্রদর্শক ধ্রুবতারাকে দূরে সরিয়ে রাখি!
তাই হয়তো আজ আমার আকাশ ধ্রুবতারাহীন।
জানি না কোথায় লুকিয়ে আছে।
আর কোনদিন খুঁজে পাবো কি না!
যতদিন আমার আকাশে থেকে পথ দেখাতে চেয়েছে,
ততদিন শুধু অবহেলাই করে গেছি।
আজ আর আকাশের কোনখানে খুঁজে পাইনা সেই ধ্রুবতারা
জানি আর কোনোদিন খুঁজে পাব না!