ঝড়ের দিনে বৃষ্টি ভেজে
দুষ্টু ছেলের দল,
মামার দেশে আম বাগানে
হুটোপুটির ঢল।
ঝড়ের সময় আম যে পড়ে
কুড়ায় কতক জন,
কোঁচড় ভ’রে জমা করে
আমার মেয়ে মন।
লঙ্কা নুনে মাখবে কষে
দুপুরে খায় সব,
মুখের মাঝে টকাস্ টকাস্
উঠছে কত রব।
আমের বাগান জামের বাগান
ঘুরে ঘুরে সুখ,
কুড়িয়ে নেয় কালোজাম আর
রসে কালো মুখ।
মামার বাড়ি সকল সময়
আদর রাখার ঘর,
দুষ্টুমি আর আব্দার ভরা
নেইকো কোথা ডর।