আজ নাকি নীল দিবস, ভালোবাসার দিন !
শব্দটা ঘিরে আজ শুধুই ব্যাঙ্গের তীক্ষ্ণ চাহনি ।
মরুদ্যানে ক্যাকটাস দেখেছো কখনো ?
শুষ্ক রিক্ত বিদীর্ণ কাঁটাময় ;
নিংড়ে নেওয়া সকল রূপ রস গন্ধ ।
নৈকট্য অপেক্ষা দূরত্বেই সর্বসুখ ,
অনুভূতিহীন প্রেমহীন অন্তসারশূন্যতাময় ।
ভালোবেসেছো ঠিক-ই কিন্তু দূরত্ব বজায় রেখে ,
অভেদ্য কঠিন অবয়বে নিজেকে ঢেকে ,
সুখ দিয়েছো কিনে শুধু শারীরিক সান্নিধ্যে ,
ছুঁতে দাওনি তোমার পেলব মন ,
ধাতব কঠিন গন্ডি দিয়েছো ঘিরে ।
সৃষ্টি করেছো কখনো নিত্য নতুন সৃজন ?
আত্মজ রক্তমাংস অথবা সজীব কিংবা নির্জীব ?
না, তাহলে তোমার পক্ষে হৃদয়াঙ্গম করা সম্ভব নয়!
স্বপ্নের মৃত্যু দেখেছো এক এক করে নৃশংশতায় ?
কালো থাবা আঁচড়ে ছিন্ন ভিন্ন করেছে কখনো ?
না ,তাহলেও তোমার পক্ষে সম্ভব নয় ।
সৃষ্টি তোমার পেলব শরীর সৃষ্টি মধ্যরাত ,
সৃষ্টি আমার খোয়া গেছে নীল গাঙেরি পার ।