ক্রমশ গাঢ় হচ্ছে অন্ধকার !
বুকের ভিতর একটু একটু করে নেমে আসছে হিমায়িত সন্ধ্যা, বিস্তার করে বহু শাখা-প্রশাখা —
তোমার জন্য কবিতারা থাকে অপেক্ষায়,
আর অপেক্ষায় থাকে একটা গোটা বিকেল,
সমুদ্রের উত্তাল ঢেউ ,
আর এক বুক অস্থির নোনা ভালোবাসা।
যার আলো-আঁধারির বোকামিতে
মিশে আছে তোমার ছুঁয়ে যাওয়া সকল অবজ্ঞা,
এই শহরের ব্যস্ত রাজপথে,
ম্যাগাজিনের রঙিন প্রচ্ছদে,
হাজার করতালির মাঝখানে
কবিতারা শরীরি হয়ে ওঠে।
পৃথিবীর সব রং মুছে গেলে নতুন কোন গল্পের আয়োজনে পান্ডুলিপির পাতাগুলি ঝলমল করে ওঠে জোনাকির নীল আলোয়,
তখন সব পাখিরা কুলায় ফেরে,
ফুরায় জীবনের সকল লেনদেন,
অবসান হয় এক সুগভীর অপেক্ষার,
পড়ে থাকে শুধু জমাট বাঁধা অন্ধকার আর
নীরবতার মুখোমুখি বসে বনলতা সেন।