বুদ্ধি জ্ঞানে হুঁশে মানে
মানুষ হলো সেরা জাতি,
তবু সদাই আঁধার পথে
চলছে দেখি দিবা- রাতি।
মানুষ গায়ে পাকটা মেখে
জীবন করে আঁধার কালো,
বন্ধ যাদের বিবেক দুয়ার
কেমনে ঢুকবে জ্ঞানের আলো?
পাহাড়,নদী ,ঝর্ণাধারা
সব যে দিলেন মহান প্রভু,
মানুষ কেন এতো পেয়েও
অন্যায় করেই চলছে তবু।
সত্য হলো আলোর প্রতীক
জ্ঞানের আলো দেয় জ্বালিয়ে,
মিথ্যে সেথা হাঁসফাঁস করে
তল্পি গুটায় যায় পালিয়ে।
নীতি মেনে চলতে এবার
তুমিই প্রভু শেখাও সবে,
অজ্ঞানতা পড়লে’ খসে
মানব জীবন সফল হবে।