সাদা পাতায় মেলে ধরেছি অনুসন্ধিৎসু
সাতপাকে ঘুরে পেয়েছি জন্মান্ধতা
তাই প্রেমের পাতায় লিখছি শেষবেলার ক্ষয়ে যাওয়া কবিতা।
জীবন-যৌবন খোলামকুচি নিয়ে খেলে,খেলে-
চিত্তচঞ্চল ,আর ধরে রাখে না কোন বন্ধন,
জানি এ শ্রেষ্ঠ কবিতা নয়,সামনেই আসমুদ্র হিমাচল।
এত যে সুস্থির আবাসন,এত যে নিয়নের আলো,
তবু একটাই প্রশ্ন – পরস্পরে কি পেয়েছি –
সাতপাকের অশান্ত ফলাফল – প্রেমের প্রেতাত্মা?
যদি ফুরিয়ে থাকে দিন,থেমে যায় চলমান চাকা,
সব পাসওয়ার্ড ভুলে গেছি – গূঢ় আলিঙ্গন থেকে বিচ্ছিন্ন আমি
কেবলি বিচ্ছেদ আর বিভিন্নতায়।
আজকের পড়ন্তু বেলায় ল্যাপটপে যদি-
প্রেমের পৃথিবীকে খুঁজে বেড়াই ,ধরি মুঠো ভরে-
আচমকাই ভাবান্তর ,আমি তো ভুলেই গেছি প্রেমের পূর্বাশ্রম।