নারীরাই হলো আসলে প্রহরী সমাজ আর সংসারে
নারী মাতা বধু কন্যা ভগিনী দেখি চার অবতারে।
স্নেহ দয়া মায়া মমতা ও প্রেম নারীদের অধিকারে
নারীরাই হলো দুর্গতিনাশিনী পৃথিবীর সংসারে।
সমাজ যেখানে কেঁপে যায় প্রায় পুরুষ অত্যাচারে
নারীরা সেখানে অভয় দাত্রী বেদনার পারাবারে।
মায়ের জঠরে প্রথম আশ্রয় গর্ভের শিশুটিরে
লালন পালন অমৃত সেচন নবজাতকের ঘরে।
অমৃত দায়িনী মহিমা নারীর এ বিশ্ব পারাবারে
সন্তান শিশু যেমনই হোক না বেড়ে ওঠে মা র আদরে।
নারীরা কোমল তাই টার্গেট পুরুষালী বাজ পাখিদের
ভালোবাসা নয় খুবলিয়ে খায় কামুক অত্যাচারে।
তাই নারী করে নানা ছলা কলা বাঁচবার অধিকারে
রণসজ্জায় সাজে তাই নারী অত্যাচারী কে মারে।
তাই নারী চায় সমানাধিকার সমান কাজে সম বেতনহার
নারী বলে কোনো অবহেলা নয় সজোরে জানায় সবারে।
চন্দ্রের পথে অভিযানে নারী নিরলস শ্রমে নারী ই প্রহরী
অধ্যাবসায় শ্রমেও সে নারী নতুন পথের দিশারি।
সামাল দিতে এ ঘর সংসার সেবার কাজেও নয় জেরবার
নারীরা প্রমাণ করেছে আবার তারাই সেরা সবার।
আশা জাগে প্রাণে নারীরা যেখানে ওঠে সব উঁচু সোপানে
ভয় ভীতি আর খুন ধর্ষণ সব কমে যাবে ক্রমে।
এই আশা করি অতন্দ্র প্রহরী নারী হোক বসুমাতা
সব অপমান অবহেলা সয়ে তাই নারী আজও ত্রাতা।
যোগ্যতা তার কে বিচার করে উদ্ধত ভন্ড লোকেরা
পাশা উল্টাবে সেইদিন যবে বিচার করবে নারীরা।
নিষেধের জালে বেঁধোনা নারীকে স্বাধীনতা দিয়ে দেখোনা
আর যাই করো দুর্বল ভেবে অত্যাচার টা কোর না।
এ নারী দিবস একদিন নয় রোজ রোজ কেন আসে না
একাধারে এই মানবীই হলো বধু মাতা বোন ও সুকন্যা।।