ঠিক যতটা জমাট রক্তে মাতৃত্ব ছলকায় ,
তারও বেশী রক্তস্রোতে মমত্ব আছরায় ।
নবস্পন্দনে রক্ত-মাংশ তরতাজাময় প্রাণ,
সৃষ্টির অবলীলায় হাসে সদ্যোজাত অনির্বাণ ।
একই নাড়ির অপত্য টান আমৃত্যু বর্তায় ,
মাতৃত্বের ফোঁটায় ফোঁটায় অমৃত জন্মায় ।
আমার শহর জীবাশ্ম প্রায় মুছে গেছে প্রিয় নীল ,
পাতাঝড়া সেইসব বিকেলে শুধুই মৃত্যুমিছিল ।
ক্ষিদের জ্বালায় নিরন্ন মুখ ফ্যান চাঁচা মুঠো ভাত ,
বর্ষ প্রাতে দেড়শো কোটি পাক ফিরে দুধ ভাত ।