মন আজ চায় যেতে একসাথে ভেসে
যদি থাকে ভয় যেন আছে ধ্রবতারা,
তুচ্ছ স্বার্থ ভুলে চলো যাই হেসে হেসে
ফুলের নতুন সাজে ছোট্ট ডিঙি ভরা।
যদি হই কোনো নদী জীর্ণতা সরায়
স্রোতস্বিনী নব রুপে বাঁধবে কেমনে?
ভুল বোঝাবুঝি যত দগ্ধ মনে মনে
মন আঁখি তাই বুঝি পেয়েও হারায়!
আত্ম চেতনায় ফিরি যবে নব জ্ঞানে
আঁধারে আলো ভুবন সাক্ষাতে তোমার
কৌতুহল সর্বক্ষণ আপনার মনে
লাজুক হাসিতে ভরে জীবন আমার!
সীমার মাঝে অসীম অনুভবি আভা
দূরের আকাশে তোমা দেখি নব শোভা!