বড় ভাবায় আমাকে
ঘন্টা-মিনিট-সেকেন্ড প্রতিটা মুহূর্ত!
এত কাছাকাছি চলে আসা দুটো মানুষ কি করে, একে অন্যকে ঠেলে সরিয়ে আপন জগতে
বাঁচার রসদ খোঁজে মৌনতার অভিনয়ে!
কুঁড়ে কুঁড়ে খায় রাতের গভীরতা একাকী শূন্যতায়,
রিং টোন,ম্যাসেজ নোটিফিকেশন না আসা
হঠাৎ থমকে যাওয়া হঠাৎ করে মুখরিত হৃদয়!
তলিয়ে যেতে বসে জমাট আঁধার ঘূর্ণাবর্তে!
সব কিছু বিলীন,ধ্বংসের পথে তবু নষ্ট হবো কেন কোন অভিপ্রায়ে!
সবুজ স্বপ্নসন্ধানী আকাঙ্খার ঠোঁট,রাত জাগা ভালোবাসারা,
আঘাতের চিহ্ন মেখে,একরাশ অভিসম্পাত থেঁতলে দিয়েও,
নষ্ট হওয়ার পথ থেকে বিচ্যুত হয়ে মাথা তুলতে সাহস যোগায়।