প্রভাত বেলা কিরণ মেলা
রবি ঠাকুর হাসে,
মেঘের দেশে তুলোর বেশে
পেঁজা মেঘে ভাসে।
শরৎ শোভা মনোলোভা
আগমনীর সুরে,
সাদা ঝালর ওড়ায় চাদর
কাশের বনে ঘুরে।
শ্বেত শেফালি মন ভোলালী
রঙের বাহার দিয়ে,
পদ্ম ফুলে হেলে দুলে
পাতার শয্যা নিয়ে।
কুমোর টুলি মূর্তি গুলি
মাটি রঙে ভরে,
ডাকের সাজে রাংতা রাজে
থিমের পুজো তরে।
ঢাকের শব্দে রয় যে জব্দে
কচি কাঁচা যত,
নাচবে সবে গানের রবে
নন্দে ভরে তত।