প্রকৃতির রূপ খুলেছে আজি
ফুলের বাহার ধরে,
সরোজ শালুক উজল হলো
সবিতা রানির করে।
কাশের বনে শিশুর দলে
খোঁজে উমা ভবে,
ঝালর দুলিয়ে নাচবে নাচ
সুখের মাঝে তবে ।
ঢাকের কাঠির বাজনা বাজে
আবাহনী গীত গাবে,
মণ্ডপে চণ্ডীপাঠে দুর্গা কথা
অসুর বধে পাবে।
শারদীয়া পূজা ধরার মাঝে
ভক্তেরা শ্রদ্ধায় নত,
নিয়ম আচারে পূজিবে মূর্তি
সর্বজন রবে ব্যস্ত।
দশমীতে গঙ্গা বক্ষে ভাসান
বিসর্জনে অশ্রু ভরে,
আসছে বছর আবার এসো
নতুন রূপটি ধরে।