বলা নেই কওয়া নেই
হঠাৎ লাগলো বিয়ে,
যেমন তেমন ধূম ধাড়াক্কা
বিয়ের ব্যাপার নিয়ে।
সরল সোজা মেয়েটা যে
ভীষন অবাক হয়ে,
আচমকা তার বিয়ের কথায়
আঁতকে উঠে ভয়ে।
বিয়ের ফুলটা কবে কাহার
অগোচরে ফুটে,
এমনি করে হয় যে বিয়ে
পাত্র হঠাৎ জুটে।
রাতারাতি কারা যেন খবর
নিয়ে আসে যবে,
শাখা সিঁদূর পরে মেয়ের
বিয়ে দিলো সবে।
মা- কাকিমার শাড়ি গয়না
যাহোক করে দিয়ে,
ওঠ ছুঁড়ি তোর বিয়ে হবে
ছাদনা তলায় গিয়ে।
ঘুমচোখে চায় কনে যে হায়
ঘুমে চোখটা ভরে,
পুরুত পড়ে বিয়ের মন্ত্র
অং-বং-চং ঢং করে।