চোখ-জুড়ানো পুরুষালীর চুম্বক-চুম্বনে
উথাল-পাথাল মোহিনী-কম্পনে!
ধন্দ তবুও ছাড়ে না বিপদের রাজপথ!
ভালো নাকি মন্দ—
গোপনে সজাগ বাঘনখ অথবা কসাইয়ের বাহানা?
রমণী-সত্তায় কখনো-সখনো ভাসমান
বলাৎকারের জাঁকালো গন্ধ!
কুচি কুচি আশনাই তখুনি অনায়াসে আশ্লেষে
খাদে-ই পায় আশ্রয় লম্পনে|
কোমলমনার চলনপথে আবার কি দানবের
লকলকে রসনা লাগামছাড়া?
এধারেই সমস্যার আঁতুড়ঘর সতেজ সজীব
অবচেতনের অলিগলিতে,
এধারেই গা-জোয়ারি নিষ্পেষণে বিবসনার
স্মূতি-পথে শুধু ধর্ষকের উন্মাদনা!
নজর-দোলানো রূপে বুভুক্ষুর হাহাকারটি
কখনো প্রকাশ্যে, কখনো বা সংগোপনে!
কখনো শহরে নতুবা গ্রামে মানবতা-ধর্ষণে!