শিক্ষা দীক্ষা থাকলে ভালো
সফলতা দেখায় আলো।
সত্য পথে জয়,
কষ্ট করে রোজগার করো
দুখের মাঝেও নন্দ ভরো
মনে শান্তি রয়।
অসৎ পথে অসৎ কাজে
ঠাকুর দেব্তা রয় না রাজে
তোমার জীবন ক্ষয়,
অনেক ধনে শান্তি নষ্ট
বেঁকা পথে অনেক কষ্ট
সারা জীবন ভয়।
চৌর্য বৃত্তে অপকর্ম
তোমার হলো নষ্ট ধর্ম
শিরে থাকে লাজ,
পান্তাভাতে শান্তি পাবে
সুখের সাথে অন্ন খাবে
ধরায় করবে রাজ।
ধর্মের পথে পাবে শান্তি
কর্মের মাঝে রহে ক্লান্তি
তবু সুখের হয়,
তোমার ভালো কি সে হবে
বুঝে শুনে চলো ভবে
অসৎ চিন্তা নয়।