খুশিতে উড়ছি আজ আকাশে
হিমেল পৌষালী বাতাসে
তাতে কার কি বা যায় আসে
মেতেছি আমি সুখের উল্লাসে।
নামব না আজ কিছুতেই
সুতোর টান না বুঝেই
ভাসব নীল গগনে নিজেই
ক্লান্ত হোক সে যত খুঁজেই।
পৌঁছে যাবই আকাশের বুকে
দেখব সেই উজ্জ্বল চাঁদকে
হিংসে করি ভীষণ যাকে
কেন তারই বুকে সে থাকে।
আশায় দিয়ে জল ঢেলে
পশ্চিমে সে পড়ল ঢলে
নিয়ে দুঃখ মনের মাঝে
দিলাম জ্বেলে প্রদীপ সাঁঝে।
হল না দেখা চাঁদের সাথে
মুচকি হেসে উঠল রাতে
ক্লান্ত মনে এলাম ছাদে
উড়ব আবার মকড়সংক্রান্তিতে।