হেই গ্য মা দুগ্গা,
ও তুই দুগ্গতিনাশিনী,
দুখের অসুর মারলি কুথা?
মোদের ত্য সেই একই ছেঁড়া কানি!
বেশিকিছু চাইনি মাগো ,
ভুখা পেটে মাড় ভাত,
পরনে মা গ্যটা কাপড় ,
মাথার উপর ছাদ।
খড় ছাওয়া এই মাটির দাওয়ায় ,
শান্তিসুখের বাস,
আর তো কিছুই চাই নি মাগো ,
ইটাই মনের আশ!
ভিখ মাঙনের দ্যাবতার ঘর
করিস মা তুই লিজে ,
ভুখা পেটের জ্বালা কেমন ,
জানিস তো মা সিধে ।
মাচাঙভরা ডিঙলাঝিঙ্গা,
মরিচ মাড়ে ভাতে।
মাদইলের ধাথিং ধাথিং
ঝুমুর লাচের সাথে॥
ইটুকুই সাধ মোদের মাগো,
পূরণ করিস এস্যে,
জোড় হাতে মা, গড় করি পায় ,
ভাল্য রাখিস, হেস্যে ॥