জল ভরা ভাসমান মেঘের মতো,
যতো আছে অভিমান
তোমার ওপর দেখাই।
অভিমানের ভাষা কেবল তুমি বোঝ তাই।
হারিয়ে যাওয়া টা,নিছক ছলনা।
তোতা পাখির মতো কথা বন্ধ হলে
নিঃশব্দে আড়াল হলেই,
তোমার চোখেই হারাই।
তোমার আঁখির পালকে,
আজীবন আমায় ভিজতে দাও।
জল ভরা ভাসমান মেঘের মতো,
যতো আছে অভিমান
তোমার ওপর দেখাই।
অভিমানের ভাষা কেবল তুমি বোঝ তাই।
হারিয়ে যাওয়া টা,নিছক ছলনা।
তোতা পাখির মতো কথা বন্ধ হলে
নিঃশব্দে আড়াল হলেই,
তোমার চোখেই হারাই।
তোমার আঁখির পালকে,
আজীবন আমায় ভিজতে দাও।
Powered by WordPress