তোমাদের ঐ প্রেমের কবিতায় –
দুজন মানুষ কেন থাকে বলো তো?
একজন অপেক্ষা করে, আর একজন-
শুধু পালিয়ে বেড়াই এ মন থেকে ও মন।
দুজনের কথা ঠিক কি বলা হল?
পারলে একবারটি ভাবো তো।
তোমাদের ঐ প্রেমের কবিতায়-
রঙ তোমরা যতটা দাও, ততটা কি পাও?
একজন রঙিন হতে চায় রঙ মেখে,
আর একজন বিষন্ন এতো রঙ দেখে।
দুজন কি সত্যিই রঙিন হল?
একবারটি কলম মুখে ভেবে নাও।
তোমাদের ঐ প্রেমের কবিতায়-
দুপক্ষের কথা কেন ঠিক আসে না?
দুজনের একই দৃষ্টিকোণ থেকে-
দুজনকে দুজনা একরকম দেখে,
দুজন কি চিনলো আদেও দুজনকে?
চোখের চশমাটা খুলে একবার
ভেবেই দেখো না!
আসলে প্রেমের কবিতা লিখে-
দাড়ি কমা ঠিকঠাক বসিয়ে-
আবেগ, দুঃখ, খুশি মিশিয়ে-
কাহিনী দাঁড়ায় শুধু কবিরই দিকে।
অপরজন কি আদেও আছে-
তোমাদের ঐ প্রেমের কবিতায়?