তোমকে দিয়েছি আমার প্রিয় ঋতু বর্ষা।
তোমায় দিয়েছি আষাঢ়ের জল ভরা মেঘের বৃষ্টি বাদল দিন।
দিয়েছি নুপুর পায়ে শ্রাবণ ধারার রিমঝিম সংগীত,
যার রেশ লেগে আছে
জল ছাপ রাখা গুটি গুটি পায়ে। তোমার কায়া জুড়ে হৃদয়ের অলিন্দ ছুঁয়ে।
এখন আমার আকাশ জুড়ে রৌদ্র দহন। পুড়তে থাকি আনমনে।
কখন যে হাসি, অকারণে কাঁদি
বুকে নুড়ি পাথর ভরে বয়ে চলি নদীর মতো বাঁধা বিঘ্ন পেরিয়ে
মেঘেরদেশে, যেখানে আমার প্রাণের ঋতু বর্ষা অপেক্ষায় আছে
বৃষ্টিকণা সাজিয়ে তোমার চিলেকোঠাঘর ভিজিয়ে, উড়ো মেঘে উড়ে যায় চলে সুদূর নীল দিগন্তে।।