তুমিই তো নব ফাগুনের
মাতাল হওয়ার মিষ্টি গান !
নব কলতান ঝঙ্কারে আকাশ হতে
উচ্চারিত করলে মনোরম ফাগুনের
প্রথম পদক্ষেপ!
আমায় তুমি জাগালে তোমার হাতের
নরম স্পর্শে, হৃদ মাঝারে জাগলে
প্রেমতোমার নয়নের যাদুতে।
মোহন বাঁশী কি তবে বাজলো
তোমার হৃদয় মাঝে!
তুমিই তো নব ফাগুনের
মাতাল হওয়ার মিষ্টি গান !
তুমিই তো কৃষ্ণচূড়ার
রঙে মাতালে ভুবন;
কোকিলা কণ্ঠে তুমি তো
বিরহের গান গাও,
এলোকেশি সাঁজে তুমি তো
দাঁড়াও প্রেমের মালাখানি নিয়ে
তুমিই তো নব ফাগুনের
মাতাল হওয়ার মিষ্টি গান
আমার এই শুষ্ক জীবনকে সাজাও
রাঙালে বসন্তের রঙ দিয়ে
সাদাকাল জীবনকে
ভালোবাসায় ভরিয়ে দাও
ভালোবাসাহীন এই নির্দয় ধরএীকে !
এসো এই ফাগুনে তুমি আর আমি
মিলে আবার সাজিয়ে তুলি
এই ধরাকে ভালোবাসা
আর প্রেমের বাণীতে
তুমিই তো নব ফাগুনের
মাতাল হওয়ার মিষ্টি গান…