তোমার চাহনি আজও আমাকে ভাবায়-
সে চোখে ছিলো ভালোবাসার আগুন,
যার আগুনে পুড়ে পুড়ে হয়েছি ক্ষত বিক্ষত;
এখনো সেই চিতার দাহ যেনো রাবণের পুড়ি
শেষ হয়েও হয়নি শেষ।
যে চোখে চেয়েছিলে-আমার মনোমন্দিরে
বিশ্বাস ভরা বুকে ছিলো কামনার তৃষ্ণা,
যা ভাবিনি-এমনটি হবে তোমার মন।
যে মনে রেখেছো মন,মিথ্যে ভালোবাসার ছল
দিয়ে সরে গেলে প্রত্যাখান করলে নিগুঢ় প্রেম,
জানিনা কেনো? কি অপরাধ?কি অপবাদে ভেঙে
দিলে মন,আশা,ভরসা।
সত্যি!
তোমার চোখ দুটি আগুনের গোলা নয়-
ঠিক যেনো ডিসেকশন ক্লাসের শবদেহ কাটার
ফরশেফ।