তপন এসেছে উঠে নিরুপায়
কুয়াশায ঢাকা তবু তার মুখ,
তরুবর তার কাছে তাপ চায়
তাপ ছাড়া যে নেই মনে সুখ।
হিমের শীতল রানী এইবার
এসে তার এ ভুবন মাতায়,
তপন অসহায় কাছে তার
এইবার ধীরে দীপ্তি হারায়।
তপন এসেছে উঠে নিরুপায়
কুয়াশায ঢাকা তবু তার মুখ,
তরুবর তার কাছে তাপ চায়
তাপ ছাড়া যে নেই মনে সুখ।
হিমের শীতল রানী এইবার
এসে তার এ ভুবন মাতায়,
তপন অসহায় কাছে তার
এইবার ধীরে দীপ্তি হারায়।