হরিণ বোঝেনা
অভিমান একটা শখ
একটা সুখ
অভ্যেস
অপেক্ষা
আবার নদীও
কি করে যে সূর্য ঠিক চাঁদ হয়
তর্ক হয় কাব্য
আর তোমার মাঝে জন্ম নেয়
অগুনতি আমি’র জামা-
হরিণ বোঝেনা
একটা দিনের শুরুতেই
তাকে সাজাতে হয়
ঢাল তলোয়ার
হরিণ বোঝেনা
অভিমান একটা শখ
একটা সুখ
অভ্যেস
অপেক্ষা
আবার নদীও
কি করে যে সূর্য ঠিক চাঁদ হয়
তর্ক হয় কাব্য
আর তোমার মাঝে জন্ম নেয়
অগুনতি আমি’র জামা-
হরিণ বোঝেনা
একটা দিনের শুরুতেই
তাকে সাজাতে হয়
ঢাল তলোয়ার