ভিস্টাডোমে চলছি আমরা
জঙ্গলের পথ ধরে
দেখলাম শুধু একটা ময়ূর
রক্ত গেছে চড়ে।
এতটা পথ লম্বা জার্নি
পাচ্ছি অনেক কষ্ট
মনে হচ্ছে আজকের দিনটা
হলো যেন নষ্ট।
কাঁচের ট্রেনটি বড়ই সুন্দর
তুললাম অনেক ছবি
এতটা যে বিরক্তিকর
হয়ে গেলাম কবি।
যাতায়াতের সময় শোনো
ষোল ঘন্টা লাগে,
অবশেষে একটা ময়ূর
ফুলছি আমি রাগে।
ট্রেনটা মাগো এতই বাজে
থামতে থামতে চলে,
সময় কেমন চলে গেল
খাবার নেই তো বলে।
ফেরার সময় খুবই ভালো
পেলাম প্রচুর খাবার,
যাত্রী বলতে আমরা ছ’জন
মন চাইছে না যাবার।
দেওর ননদাই আনল কিনে
ট্রেনটা রাখলাম ধরে,
খাবার দাবার আসার পরে
যাচ্ছি আমরা ঘরে।
আটটা ঘন্টা লাগবে যেতে
করছি আমরা মজা,
ভাবছি আমরা বসে বসে
খাব মিষ্টি গজা।