মাদলের তালে লাজ মেখে ভালে
লছমি হীরা নাচে,
ললিত ছন্দে হৃদি আনন্দে
দোয়েল শিসে গাছে।
বনবালা দোঁহে মজলিসে মোহে
উল্লসিত মনে,
হাতে হাত ধরে হাসি খুশি ভরে
নৃত্য গীত সনে।
কুর্চি ফুলেতে মালায় গলেতে
ঝুমকো দুলে কানে,
কাজল নয়না গাঁয়ের ললনা
মনকে শুধু টানে।
ওরা আদিবাসী মুখে সদা হাসি
ঝুমুর নাচে খুব ,
টুসুর মেলায় খুশির ভেলায়
সুখেতে দেয় ডুব।
নাগর রসিয়া আড়ালে বসিয়া
মজে হাড়িয়া রসে,
লছমী সজনি সখিনা লবনী
নেশা আগল খসে।
খর্জুর গাছে ঘিরে সবে নাচে
ধামসা বোলে খাসা,
পসন্দে মন বাছে যে সুজন
রচিতে সুখে বাসা।