এক আটলান্টিক আনন্দ শিশির বান মানে
বন্ধু উড়ানে ।
স্মৃতির দার্জিলিং দিন ঝরে বাতাসিয়া কানে
বন্ধু নয়ানে ।
পৌষের শীত উৎসব মেতে আছে পাহাড়ের
সমতল মলে ,
ভয়ে আছি , কে সারাবে বন্ধুর পরবাসী জ্বর
প্যারাসিটামলে !
মনের গোপন জমিনে যত নির্জন কথা
জমে জমে হয়েছিলো গাছ ,
দুজনেই দুজনের প্রাণের বোতাম খুলে
হয়েছি স্বচ্ছ দুই কাঁচ ।
উড়ান এগিয়ে চলে পৃথিবীর শারীরিক ব্যাসের আকাশে
মাঝখানে মনে মন বাঁধা ,
দূরের সাধ্য কতটুকু , আরাধ্য সাধকে ছাড়াবে !
টানযানে আমরা শ্রীরাধা ।