ঝরে -পড়া ছায়াদের মতো বড় এলোমেলো
পড়ে আছি পায়েদের ভীড়ে ।
উদাসীন সংলাপে শহুরে চোয়ালগুলো
এক ছাদ ফাঁক রেখে হেঁটে চলে একা ।
গ্রামীণ মাটির মুখে গ্রাম্য মামলার শালু
ক্রমশঃ ধৈর্য্য ছিঁড়ে ফালাফালা ঝোলে ।
নীরবতা খিল এঁটে কূট কূট সমঝোতা কূপে ।
পৃথিবীর সব হর্ন বেজে ওঠে একসাথে
সকলেই পড়ি মড়ি বুড়ি ছুঁতে চায় ।
প্রকৃতির শৃঙ্খলা -শ্রমের চোখে ঘুম নামে , ঝুম্ ।
আমার প্রকাশ্য গমগমে বিশ্বাস কমে কমে
গোপন ব্যাধির মতো থম্ মেরে থাকে ,
টগবগে স্নায়ুর সেনানী বিষাদের বাণে খান খান ,
আমাকে গুছিয়ে নেবে কে !