হলুদ ডোবানো মায়াময় সন্ধ্যা নামলেই তুমি আসো আমার গভীরে।
রাত বাড়লে তোমার বলা শব্দ গুলো ঝরে পড়ে আমার শরীরে বৃষ্টি হয়ে।
জোনাক আসে আলো হয়ে, শব্দ আসে কবিতা হয়ে, প্রকৃতি আসে উপমা হয়ে, ফুল ফোটে অলঙ্কার হয়ে।
রাত হয়ে যেদিন তুমি আসো না আমার অঙ্গনে,
সেদিন এই খাঁ খাঁ বুকে অভাব আসে তীব্রতর অসুখ নিয়ে!
আমি অসম্ভব রকমের ভিখারী হয়ে উঠি!
চিৎকার করে বলে উঠি, অন্ধকারের আলোয় একবার তো জোনাক হয়ে দেখা দাও!
পথ দেখাও তোমার হাতটি ধরে!