অনন্ত নীল আকাশের বুকে জীবনের ভেলা ভাসে,
সপ্তরঙের বিন্যাস খোঁজে রামধনু উদ্ভাসে ।
স্বপ্ন রঙীন জীবনের জালে কেউ গড়ে রূপকথা ,
অশ্রু সজল চোখের কাজলে ভিজে কেউ চুপকথা।
তুলে নেয় কেউ, অনায়াসে হেসে জীবনের যত ভার,
কেউ বা আবার হাবুডুবু খায় দুস্তর পারাবার।
বিষাদের হিমে বিবর্ণ ,গায়ে তুষারের আলোয়ান,
ধূসর বিষাদে জড়ানো জীবনে মৃত্যুর আহ্বান ।
জীবনের সুধা ,হৃদয় মথিয়া, গরল যে তিলে তিলে,
শেষ আশ্রয় খুঁজে ফেরে তাই মৃত্যুর ঘন নীলে।
এজীবন জুড়ে হাসি কান্নার কতনা রঙের ভিড়ে,
ঘাটে ঘাটে তরী ঠেকে ঠেকে যায় ,তবুপৌঁছায় তীরে।